বিএনপি’ - জামাতের ডাকা সারাদেশে চলমান অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড এলকায় ঢাকাগামী মালবাহী একটি লরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সীতাকুণ্ড থানাধীন শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে লরি চালক আহত হয়েছে বলে জানা যায় ।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে শেখপাড়া এলাকার ঢাকাগামী লরিতে পেট্রোল বোমা হামলা করে আগুন ধরিয়ে দেন দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে আহত অবস্থায় লরি চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, মালবাহী লরিতে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। আগুনে লরির ক্ষতি হয়েছে। এতে লরি চালকও আহত হয়। জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে সকালে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলাধীন ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহি বাস ও রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকায় দুটি খালি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
২২০ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫১৭ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৫৯৭ দিন ১১ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬০৫ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে
৬৬২ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭৫৯ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে