রুহুল আমিন, তাড়াইল উপজেলা প্রতিনিধি
তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মাগুরী গ্রামে ৭টি ঘর ও সম্পূর্ণ আসবাবপত্র আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। এ ঘটনায় প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী ও তাড়াইল থানা পুলিশ।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, উপজেলার মাগুরী গ্রামের মঞ্জিল মিয়ার খরের পালা হইতে আগুন লাগার সূত্রপাত ঘটে। আগুনে মাগুরী গ্রামের রুকু মিয়া, মঞ্জিল মিয়া, হাফিজ উদ্দিন, অঞ্জন মিয়া এবং ইদ্রিস মিয়ার সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দশ লাখ টাকার ক্ষতিসাধন হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার (১৬ জুলাই) রাত ৩ টায় মঞ্জিল মিয়ার খরের পালা হইতে আগুন লাগার সূত্রপাত ঘটে। এসময় ঘরে থাকা বাসিন্দারা চিৎকার চেচামেচি করলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্ঠা করে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে তাড়াইলের ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে আগুনে রুকু মিয়া, মঞ্জিল মিয়া, হাফিজ উদ্দিন, অঞ্জন মিয়া এবং ইদ্রিস মিয়ার সাতটি ঘর ও বিভিন্ন কক্ষে থাকা মালামাল পুড়ে যায়।
তাড়াইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তাড়াইল থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বলেন, গত বুধবার রাত ৩ টায় উপজেলার মাগুরী গ্রামে মঞ্জিল মিয়ার খরের পালা হইতে আগুন লাগার সূত্রপাত ঘটে। আগুনে সাতটি টিনের ঘর পুড়ে আনুমানিক দশ লাখ টাকার ক্ষতিসাধন হয়। কোনো হতাহতের সংবাদ পাওয়া যায় নাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
২১২ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
২১৩ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
২১৩ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে
২১৪ দিন ৫ মিনিট আগে
২১৪ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৫৮ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
২৬২ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
২৬২ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে