কিশোরগঞ্জ বত্রিশ এলাকায় উদ্বোধন করা হয়েছে বন্ধু মেডিকেল হল২।
তাড়াইল বন্ধু মেডিকেল হলের কর্ণধার মহিবুল হক রাজু'র সার্বিক তত্বাবধানে শুক্রবার (৩০ আগষ্ট) জুমআর নামাজের পর দোয়া ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে ঝাঁকঝমকপূর্ণ পরিবেশে উদ্বোধন করা হয়েছে কিশোরগঞ্জ বত্রিশ জেলা আইডিয়াল স্কুলের পাশে 'বন্ধু মেডিকেল হল-২'।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, তাড়াইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামির হোসেন সাকী, উপজেলা যুবদলের আহ্বায়ক ওমর ফারুক,
তাড়াইল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আল আমিন রুবেল, তাড়াইল বন্ধু মেডিকেল হলের দায়িত্বে থাকা মাসুদ করিম, সানী প্রমূখ।
বন্ধু মেডিকেল হলের কর্ণধার মহিবুল হক রাজু বলেন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরসাইডে রয়েছে বন্ধু মেডিকেল হল-১। তারই সূত্র ধরে কিশোরগঞ্জ বত্রিশ জেলা আইডিয়াল স্কুলের পাশেই বন্ধু মেডিকেল হল-২ উদ্বোধন করা হয়েছে। সর্বস্তরের মানুষের সেবার জন্যই মূলত আমার এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। পরিশেষে তিনি উপস্থিত সকলের উদ্যেশে বলেন, ওষুধের যুক্তিসঙ্গত ব্যবহার নিশ্চিত করুন এবং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত জীবনযাপন করুন, অসুস্থ হওয়ার আগেই আজীবন সুস্থ থাকার ব্রত গ্রহণ করুন।