রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি:
তাড়াইল উপজেলার বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই মৃত্যবরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন উপস্থিত থেকে পরদিন শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি মৃত্যুর সময় স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাড়াইল থানা (ওসি) তদন্ত কর্মকর্তা বাহরুল আলমের নেতৃত্বে জেলা ও তাড়াইল থানা পুলিশ বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, স্হানীয় মুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রয়েছে তার অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনার প্রদানকালে কিশোরগঞ্জ পুলিশ লাইনে কর্মরত এসআই (এবি) রফিকুল ইসলামকে
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন সামান্য সড়ে দাঁড়াতে বলেন, এসময় কর্তব্যরত পুলিশ অফিসার ইউএনও আল মামুন এর কথা না শুনে নিজ জায়গায় বহাল থাকার চেষ্টা করেন। তখন তাড়াইল থানা (ওসি) তদন্ত কর্মকর্তা বাহরুল আলমের নেতৃত্বে জেলা ও তাড়াইল থানা পুলিশ বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানকে গার্ড অব অনার প্রদান করেন।