সারা দেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় "সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ পালন ও দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৪ নভেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ তেঁতুলিয়ার সাধারণ সম্পাদক মোঃ কাজী মাহমুদুর রহমান (ডাবলু)।
সভায় সমবায়ের সুফল ও উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে বিশদ আলোচনা হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
৮৯ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩০০ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩০১ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩০৭ দিন ৩৫ মিনিট আগে
৩১৪ দিন ১৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৯৮ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪০৬ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪১১ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে