হবিগঞ্জের লাখাই উপজেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিসর্জন হয়। একদিকে বিদায়ের বেদনা, অন্যদিকে বিজয়ের আনন্দে দেবীকে বিদায় জানান ভক্তরা।
বুধবার (৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেবী দুর্গার বিসর্জন হয়। দেশের মঙ্গল ও সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সব ধরনের মঙ্গল কামনা ও অশুভকে বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করা হয়।
লাখাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুপুরের পর থেকেই প্রতিমা বিভিন্ন পুকুরে ও নদীতে বিসর্জন করছে । তারপর মঙ্গলধ্বনি, উলুধ্বনি, শাঁখ আর ঢাকের ধ্বনিতে দেবী প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আবারও মঙ্গল বার্তা নিয়ে আগামী বছর যেন মা দুর্গা আগমন করেন, বিসর্জনকালে সেই প্রার্থনা করেন ভক্তরা।
বিকালে লাখাই ইউনিয়ন ধলেশ্বরী সুতাং, নদীতে ও বিভিন্ন পুকুরে, মোড়াকরি ইউনিয়ন বলবদ্র নদী ও বিভিন্ন পুকুরে বামৈ ইউনিয়ন বিভিন্ন পুকুরে করাব ইউনিয়ন বিভিন্ন পুকুরে বুল্লা ইউনিয়ন ধলেশ্বরী সুতাং পুকুরে দূর্গা পূজা মন্ডপ কমিটি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে লাখাই উপজেলায় দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে ।
বিসর্জনের আয়োজনে আসা উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সভাপতি প্রানেশ গোস্বামী বলেন, এবছর মা দুর্গা আগমনে রবিশস্য ফুলে-ফলে বরবে আমাদের দেশ গজে আগমম করেন গমন নৌকায় নিয়ে যাবে অশুভ শক্তির বিনাশ করে। পাশাপাশি তিনি যেন দুষ্টের দমন ও শিষ্টের লালন করেন। এটাই আমাদের প্রার্থনা। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ ভাই লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া ওসি তদন্ত চম্পক দাম আনসার ভিডিপির সদস্যসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বামৈ গ্রামের হিন্দু সম্প্রদায়ের কৃতি সন্তান সুরজিৎ চক্রবর্তী জানিয়েছেন, বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে স্বামীর কাছে ফিরে যাবেন দুর্গতিনাশিনী মা দুর্গা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই শাখার সাধারণ সম্পাদক সম্পাদক রায় জানান, এ বছর ৬৭ মন্ডপে পুজা উদযাপন হয়েছে।
১৬ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৭ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে
৪৯ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫৭ দিন ০ মিনিট আগে
৬১ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
৬৩ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬৪ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
১১০ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে