নরসিংদী জেলার মনোহরদী সরকারি কলেজের শহীদ মিনার সংলগ্ন রাস্তার পাশে ঝোপে মিলল পলিথিনে মোড়ানো একদিন বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নবজাতক।
অদ্য ১৩ নভেম্বর রবিবার ভোরে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। ভোর সকালে পলিথিনে মোড়ানো অবস্থায় মনোহরদী সরকারি কলেজের পশ্চিম পাশের রাস্তার সাথে ঝোপ থেকে তাকে উদ্ধার করা হয় এই নবজাতককে।এখন পর্যন্ত এই নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, রোববার ভোরে মনোহরদী সরকারি কলেজের শহীদ মিনার সংলগ্ন একটি ঝোপে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি অজ্ঞাত পরিচয় শিশু মাটিতে পড়েছিল। শিশুটির কান্নার শব্দ শুনে এলাকাবাসী তাকে দেখতে পায়। পরে পুলিশের সহায়তায় নবজাতকটিকে সেখান থেকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শিশুটি একটি কন্যা সন্তান।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন জানান, উদ্ধার হওয়া নবজাতকটি চিকিৎসাধিন অবস্থায় আছে ভালো আছে। এখনো পর্যন্ত তার পরিচয় মেলেনি। উক্ত নবজাতকের পরিচয় বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(আরএমও) খন্দকার আনিসুর রহমান জানান, শিশুটি মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শিশুটি একটি কন্যা সন্তান। তার বয়স এক দিনের বেশি হবে না। তার অবস্থা এখন আগের চেয়ে উন্নতি হয়েছে।
৬৪৯ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬৬০ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৮০ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে
৬৮৪ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬৯৭ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
৮৬০ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৮৭০ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
৮৯৩ দিন ২ ঘন্টা ৫৪ মিনিট আগে