রাজধানী ঢাকার সাভারে ইট দিয়ে বিশেষভাবে নির্মিত বিশাল চুলায় অবৈধভাবে গাছপালা পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা এবং এই কয়লা বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে।
এই কয়লা তৈরির চুলা থেকে বের হওয়া ধোঁয়া আর ছাইয়ের কারণে বাড়ছে পরিবেশ দূষণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য, গাছপালা ও আবাদি জমির ফসল।
এদিকে পরিবেশ অধিদপ্তর, সাভার উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সবাই বলছেন, এসব চুলা ও কয়লার কারবার সম্পর্কে তারা কিছুই জানেন না। তবে জানার পর এসব কর্মকাণ্ড বন্ধে উদ্যোগী হওয়ার কথা জানান সবাই।
সরেজমিনে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় গিয়ে দেখা যায়, যৌথ মালিকানায় ভাড়া নেওয়া জায়গায় এসব চুলার মাধ্যমে গাছপালা পুড়িয়ে তৈরি করা হচ্ছে এসকল কয়লা।
প্রতিটি চুলার ভেতরে দেড়শ থেকে ২০০ মণ কাঠখড়ি সাজিয়ে আগুন দেওয়া হয়। এ প্রক্রিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হতে টানা ১২ দিন সময় লাগে।এভাবে তৈরি করা কয়লা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকাশ্যেই চলছে অবৈধভাবে এই সকল কয়লা উৎপাদন। ব্যাপারে দ্রুত প্রশাসনের নজরদারি ও হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় বাসিন্দারা।
২৭৪ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
২৮২ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৮৭ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৩৪ দিন ১৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৫৯ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৩৭২ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৭৫ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৭৫ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে